বর্ষাকাল | বর্ষা নিয়ে লিখা একটা ছোট্ট কবিতা
বর্ষাকাল
এই এলো বর্ষা গগন ছেঁয়ে
শীতলও বাতাস গেলো জানালা বেয়ে
বাতাসের ছোঁয়া পেয়ে মন পেলো শান্তি
কৃষকের বুকে বিঁধে গেলো ক্লান্তি
কত সে কষ্টে করেছে চাষ
যেন পারে করতে শান্তিতে বাস
মেঘ দেখে ভীত হয় এই ভেবে যে
এখুনি মনে হয় ভাসিয়ে নিলো সে।
কমেন্ট